মলয় দে, নদীয়া:-সাবালক না হলে বিয়ে নয় বিভিন্নভাবে প্রচার করে চলেছে সরকারের বিভিন্ন দফতর। মাঝে মাঝে বিদ্যালয়গুলি থেকেও এই বিষয়ে প্রচার চালানো হয়। তবুও অভিভাবকরা তা মানেন না। মাত্র অষ্টম শ্রেণিতে পড়া একটি মেয়ের বিয়েকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। তবে নাবালিকার বিয়ে রুখলো চাকদহ থানা পুলিশ প্রশাসন ।
জানা যায় নদীয়া জেলার চাকদহ পৌরসভার ৪ নং ওয়ার্ডের যশরা জলের ট্যাংকের বিপরীতে রবিবার বিপুল দেবনাথ এর অষ্টম শ্রেণীতে পাঠরত নাবালিকার বিবাহ হচ্ছিলো । খবর পেয়ে চাকদহ থানার বিশাল পুলিশবাহিনী এসে বিয়ে বন্ধ করে দেয় এবং উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর গোপালনগর থানার পার্লারের বাসিন্দা কার্তিক বিশ্বাসের পুত্র মৃত্যুঞ্জয় বিশ্বাস চাকদহ নাবালিকাকে বিয়ে করতে এসে প্রশাসনকে মুচলেখা দিলেন । পাশাপাশি চাকদহের নাবালিকার পরিবারের পক্ষ থেকেও পুলিশ প্রশাসনকে মুচলেখা দেওয়া হয় । ১৮ বছর না হওয়া পর্যন্ত যাতে বিবাহ না হয় তার প্রতিশ্রুতি দেয় প্রশাসনকে ।