মলয় দে, নদীয়া : গতকাল ২৭শে জুন , ১৯৩৯ সালের এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত সুরকার ও সঙ্গীত শিল্পী রাহুল দেব বর্মন । ষাটের দশকের পরবর্তী সময়কাল থেকে প্রায় নব্বই এর দশক পর্যন্ত মিউজিক ইন্ড্রাস্ট্রিতে তার দাপট ছিল চোখে পড়ার মতো ।
করোনা প্রেক্ষাপটে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া বন্ধ । সে কারণে বাড়িতে বসেই রাহুল দেব বর্মনের গান গেয়ে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলেন নদীয়ার শান্তিপুরের সঙ্গীত শিল্পী রঘুনাথ ভট্টাচার্য্য এবং তিনি জানালেন কেন তিনি রাহুল দেব বর্মনের গান গাইতে এত ভালোবাসেন। অন্যদিকে কৃষ্ণনগরের নির্বাচনী নদীয়া জেলা আইকন , বিশিষ্ট শিল্পী শিবানী ঘোষ অন্যান্য বছর এই দিনে রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের ফলে এতোটুকু ফুরসৎ পেতেন না। কিন্তু গত বছরের মতো এবছরেও বাড়িতে বসেই শ্রোতাদের মাঝে চির স্মরণীয় করে রাখলেন সুরের জগতের শ্রেষ্ঠ পঞ্চমদাকে। শান্তিপুরের সংগীত ভিত্তিক সংস্থা বাঁশরীও প্রতিবছর সারাদিন ব্যাপী অনুষ্ঠান করে থাকেন, কিন্তু গত বছরের মতো এ বছরেও সদস্য সদস্যরা শ্রদ্ধা জানালেন বাড়িতে বসেই।
ছবি: ইন্টারনেট