মেদিনীপুরের পিংলার মেয়ে প্রনতী ভারতের হয়ে অংশগ্রহণ করবে অলিম্পিকে ! গ্রামজুড়ে খুশির হাওয়া

Social

সোশ্যাল বার্তা, ওয়েব ডেস্ক: ২০১৯ সালে এশিয়ান জিমনাস্টিক চাম্পিয়ানে ব্রোঞ্জ জিতলেও অলিম্পিকে যাওয়ার যাবতীয় যোগত্যা অর্জন করে নিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার জিমনাস্টিয়ান প্রনতী নায়েক।

২৯ মে থেকে ১ জুন কোভিডের কারণে অলিম্পিক বাতিল হয়। অবশেষে সেই অলিম্পিকে  অংশগ্রহন করতে এবার জাপানে যাবে পিংলার প্রনতী। বর্তমানে কলকাতায় প্র‍্যাক্টিসে রয়েছে প্রনতী। আর এই খবর পরিবারের কানে পৌঁছতেই, রীতিমতো আনন্দিত বাড়ীর সদস্য থেকে স্থানীয়রা।

ছোট বেলা থেকেই লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াত প্রনতী। ইতিমধ্যেই জিমনাস্টিকে বহু দেশ বিদেশে অংশগ্রহন করেছেন তিনি। ঝুলিতে অনেক পুরস্কার রয়েছে। এই খবর পাওয়ার পর তার পরিবারের সদস্যরাও আশাবাদী এবার মেয়ে ভারতের মুখ উজ্জ্বল করবে।

সোনাপুর গ্রামের লোকেরা জানান যে গ্রামের মেয়ে খেলতে যাচ্ছে গ্রাম ছাড়িয়ে দেশের জন্য তাই আমরা আজ ওর জন্য গর্বিত বোধ করছি। সেইসঙ্গে প্রতিবেশীদের দাবি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি এলাকার জন্য কিছু করুক এটাই তার কাছে আমাদের দাবি।

মা প্রতিমা নায়ক বলেন  “খুব ভালো লাগছে। মেয়ে মেডেল নিয়ে আসুক দেশের ও গ্রামের মুখ উজ্জ্বল করুক।”

Leave a Reply