নদীয়ায় তৃতীয় লিঙ্গের সংগঠন ! জেলাজুড়ে তিন মাস ধরে সহযোগিতা নিয়ে পৌঁছে যাচ্ছেন তৃতীয়লিঙ্গের মানুষদের কাছে

Social

মলয় দে নদীয়া :-নিজেদের রক্ষাকর্তা নিজেরাই! জন্মসূত্রে ওঁরা তৃতীয় লিঙ্গের মানুষ, শারীরিক সামান্য এক বৈষম্য বাদে পার্থক্য নেই কিছুই! অথচ সমাজের মূল স্তর থেকে অনেকটাই ব্রাত্য। পড়াশোনা, কম্পিউটার, সাংস্কৃতিক চর্চা অনেক কিছুতেই এগিয়ে থাকলেও সাধারণ তৃতীয়লিঙ্গ, বা রূপান্তরকামীরা দীর্ঘদিনের বৈষম্যতে সাবলীল হতে পারেননি শিক্ষাক্ষেত্র কর্মস্থল সামাজিক পরিবেশে আজও! তা অবশ্যই সমাজের একটি বড় অংশের কারণে।

তাই বেশিরভাগ বেছে নিয়েছেন সদ্য জন্ম লাভ করাসন্তানের মঙ্গল কামনার পথ। অনেকে ট্রেনে বাসে সরাসরি সহযোগিতা চেয়ে নেন রুজি রোজগারের কারণে।

কিন্তু করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন তাদের আয়ের উপায় বন্ধ! সরকারি সাহায্য সহযোগিতা বলতে কিছুই নেই! হয়তোবা এক আধ দিনের জন্য কেউ পেয়েছেন, কোথাও কোথাও। কিন্তু নদীয়া জেলা জুড়ে প্রায় আড়াই হাজার এ ধরনের মানুষ একপ্রকার রয়েছে ভুখা পেটে, কর্মহীন ভাবে। তাই তাদের নিজেদেরই প্রয়োজনে গড়া সম্প্রতি সোসাইটি তাদের মধ্যে সমাজে প্রতিষ্ঠিত হওয়া বা স্বাভাবিক সুহৃদয় মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে, আজ তিন মাস ধরে জেলার কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর নবদ্বীপ কল্যাণী চাকদহ পৌঁছে যাচ্ছেন।

আজ কল্যাণী তে তাদের সাক্ষাৎ পেলাম আমরা, সম্প্রতি সোসাইটি সম্পাদক অরূপ রায় চৌধুরী জানালেন তাদের দুরবস্থার কথা।

Leave a Reply