নদীয়ায় তৃতীয় লিঙ্গের সংগঠন ! জেলাজুড়ে তিন মাস ধরে সহযোগিতা নিয়ে পৌঁছে যাচ্ছেন তৃতীয়লিঙ্গের মানুষদের কাছে

মলয় দে নদীয়া :-নিজেদের রক্ষাকর্তা নিজেরাই! জন্মসূত্রে ওঁরা তৃতীয় লিঙ্গের মানুষ, শারীরিক সামান্য এক বৈষম্য বাদে পার্থক্য নেই কিছুই! অথচ সমাজের মূল স্তর থেকে অনেকটাই ব্রাত্য। পড়াশোনা, কম্পিউটার, সাংস্কৃতিক চর্চা অনেক কিছুতেই এগিয়ে থাকলেও সাধারণ তৃতীয়লিঙ্গ, বা রূপান্তরকামীরা দীর্ঘদিনের বৈষম্যতে সাবলীল হতে পারেননি শিক্ষাক্ষেত্র কর্মস্থল সামাজিক পরিবেশে আজও! তা অবশ্যই সমাজের একটি বড় অংশের কারণে। […]

Continue Reading