মলয় দে, নদীয়া:-করোনা সংক্রমণের জেরে বিশ্ব টালমাটাল , প্রভাব পড়েছে আমাদের রাজ্যেও । করোনা আবহে একেবারে অনাড়ম্বরভাবে উদযাপিত হলো নদীয়া জেলার নবদ্বীপের ঐতিহ্যবাহী মা পোড়ামা বা নীল সরস্বতীর বার্ষিক অনুষ্ঠান।
বিগত বছরের থেকে শুরু করে এ বছরও একপ্রকার অনাড়ম্বরভাবে উদযাপন হলো নবদ্বীপের অন্যতম ঐতিহ্যবাহী মা পোড়ামা বা নীল স্বরস্বতীর বার্ষিক অনুষ্ঠানকে ঘিরে স্নান যাত্রা উৎসব। কেননা কোভিড মহামারীর জেরে ২০২০ সাল থেকে সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও শুরু হয়েছে করোনা রুখতে বিভিন্নভাবে লকডাউন বা করোনা বিধি নিষেধ। বিগত বছরেও ঠিক একইভাবে উদযাপিত হয়েছিল নবদ্বীপের ঐতিহ্যবাহী মা পোড়ামা বা নীল স্বরসতীর বার্ষিক অনুষ্ঠান। এ বছরও ১০৮ ঘড়া গঙ্গা জলের পরিবর্তে মাত্র ৫ ঘড়া গঙ্গা জল দিয়ে স্নান পর্ব সারলেন মা পোড়ামা বা নীল সরস্বতীর। একাধিক ভক্ত বা পুরোহিতের উপস্থিতিতে এই স্নানযাত্রা যাত্রা পর্ব পালিত হয়।