মালদার আমবাজারে প্যাক হাউস তৈরি করার ব্যাপারে এলাকা পরিদর্শনে জেলাশাসক

Social

দেবু সিংহ, মালদা: মালদা জেলার আম বিদেশে রপ্তানির জন্য পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে আমবাজার পরিদর্শন করলেন জেলাশাসক রাজর্ষি মিত্র-‌সহ অন্যান্য আধিকারিকরা। জেলা প্রশাসনের উদ্যোগে মালদা আমবাজারে প্যাক হাউস তৈরি করার ব্যাপারে এলাকা পরিদর্শন করা হয়। জানা গেছে, ঝুড়িতে করে আম বাইরে নিয়ে গিয়ে বিক্রি করার ক্ষেত্রে দাম পাওয়া যায় না। প্যাকিং বাক্সে আম নিয়ে গেলে দামও মিলবে বলে জানা গেছে। মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন-‌এর সম্পাদক উজ্জ্বল সাহা বলেন, ‘‌আম বাইরে রপ্তানি করার ক্ষেত্রে প্যাক করার খুব জরুরী। সরকারি উদ্যোগে তা হতে চলেছে।’‌ জেলাশাসক এদিন জানান, ‘‌প্যাক হাউস তৈরি করার ব্যপারে আমবাজার পরিদর্শন করা হল। আম বাজারের মধ্যে প্যাক হাউস হলে সুবিধে হবে।’‌

Leave a Reply