মলয় দে নদীয়া:-কথাতেই আছে জামাই আদর! যত রকমের আদর আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বোধহয় এই জামাই ষষ্ঠীর জামাই আদর। চিড়ে দই মুড়কি বিভিন্ন ধরনের মিষ্টি লুচি আম জাম জামরুল লিচু কলা খেজুর তালশাঁস সহ যত রকমের গ্রীষ্মকালীন ফল আছে সাধ্যমত সমাহার ঘটে জামাইয়ের পাতে। তবে ফলন কম হওয়ার কারণে এবার আমের পরিমাণ অনেকটাই কম। অন্যান্য বছরের মতন ব্যাগভর্তি দুদশ কেজি নয়, কেজির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে। তবে জাম ছাড়াই জামাই আদর করতে বাধ্য হচ্ছেন শশুর শাশুড়িরা।
সকাল সকাল বাজারে পৌঁছতে পারলে তবেই মিলেছে জাম, সারা বাজার খুঁজে মাত্র একজন কেই পাওয়া গেছে যিনি মাত্র ৫ কেজি জাম পেয়েছেন বিক্রির উদ্দেশ্যে। তাও নদীয়ার পাগলা চণ্ডী থেকে আগত আশানুর বাঁচিয়ে দিয়ে গেলেন শান্তিপুরের জামাইদের মান।
তিনি বলেন লোকনাথ পুজো এবং জামাই ষষ্ঠী উপলক্ষে জামের প্রয়োজন থাকলেও এ সময় দেশি জাম পরিপক্ক হয়ে ওঠেনি তার উপর গাছ থেকে পাড়ার ঝামেলা তো রয়েইছে। পাকা জাম পাড়তে গেলে কাঁচা জাম ঝরে ঝরে নষ্ট হয। তাই কিছুদিন বাদে যখন পরিপক্ক হবে তখন দাম কিছুটা কমবে, এখন ২০ টাকা প্রতি ১০০ গ্রাম হিসেবে বিক্রি।