পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহায়তায় শান্তিপুর রেড ভলেন্টিয়ারদের উদ্যোগে চালু হলো বিনামূল্যে অক্সিজেন পরিষেবা ও স্বাস্থ্য শিবির

Social

মলয় দে, নদীয়া :-নদীয়া জেলার শান্তিপুর কৃত্তিবাস জনকল্যাণ কেন্দ্রে গতকাল সন্ধ্যায় শান্তিপুর রেড ভলান্টিয়ারস এর ব্যবস্থাপনায় ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও শান্তিপুর মরমীর সহযোগিতায় বিনামূল্যে অক্সিজেন পরিষেবা এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হল। শান্তিপুরের বিভিন্ন করোনা আক্রান্ত রোগী সহ বিভিন্ন ক্ষেত্রে রোগীদের অক্সিজেন পরিষেবা দেওয়ার জন্য এই উদ্যোগ বলে জানা যায়।

এছাড়াও প্রতি মঙ্গলবার বিকেল ৪টে থেকে শান্তিপুর রেড ভলেন্টিয়ার কার্যালয়ে ডা: শিবাজী প্রসাদ কর এর উপস্থিতিতে এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলবে এমনটাই জানালেন শান্তিপুর সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক সৌমেন মাহাতো।

সপ্তাহের যে কোনো দিন কার্যালয়ে এসে এই স্বাস্থ্য শিবিরে নাম লেখানো যাবে। এমনটাই সূত্র মারফত জানা গেছে। এছাড়াও করোনা পরিস্থিতিতে রেড ভলেন্টিয়ার’রা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দিবারাত্র সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার ভূয়সী প্রশংসা করে উপস্থিত বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নদীয়া জেলার সম্পাদক অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন “বিশ্বের বিভিন্ন জায়গায় মহামারীর সময়ে বামপন্থীরা আগেও ঝাঁপিয়ে পড়েছিল । রেড ভলান্টিয়ার এবারের এই করোনা পরিস্থিতিতেও ঝাঁপিয়ে পড়েছে। তাদের এই কাজকে অভিনন্দন জানাই”।

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চে ও এবিপিটিএ র জেলা নেতৃত্ব, শান্তিপুর মরমী সাংস্কৃতিক সংস্থার সম্পাদক, রেড ভলান্টিয়ার নদীয়া জেলার আহ্বায়ক সুমিত বিশ্বাস সহ অন্যান্যরা।

Leave a Reply