সোশ্যাল বার্তা: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২নং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির ২২শে শে জুন। সহযোগিতায় ছিলেন মথুরা অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যারা।
এই রক্তদান শিবিরে ১৩০ জন মহিলা রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন এগরা ব্লাড ব্যাংক। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক উত্তম বারিক,বন ও ভূমি কর্মদক্ষ মিলান কান্তি দাস।পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন কুমার সাউ।জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী সুমিত্রা পাত্র। মানস রায়। গোলোকেশ নন্দ গোস্বামী।এই ব্লকে সমস্ত জি পি র প্রধান।
মথুরা জি পি র প্রধান অমিত মণ্ডল বলেন রাজ্যে যেভাবে রক্তের সংকট দেখা দিয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী মহিলা পরিচালিত রক্তদান শিবির হলো। মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি কৃষ্ণেন্দু রায় চৌধুরী রক্তদান শিবিরে সবুজ রক্ষার বার্তা দিয়ে রক্ত দাতাদের হাতে নারকেল গাছের চারা তুলে দেন।