নিয়ম না মানায় গবাদিপশু আটক ! পৌরসভা এলাকায় গবাদি পশু পুষতে হলে নিতে হবে অনুমতি এবং বাড়িতে বেঁধে রাখতে হবে পশু

Social

দেবু সিংহ,মালদা : পৌরসভা এলাকায় গবাদি পশু পুষতে হলে লাগবে অনুমতি পত্র শুধু তাই নয় বাড়িতে বেঁধে রাখতে হবে পশু। রাস্তাঘাটে পশু দেখতে পাওয়া গেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মালদা জেলার ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে এই নিয়ে মাইকিং শুরু হয়েছে শহরজুড়ে। কিন্তু তারপরও অবাধে শহরের রাজপথে ঘুরে বেড়াচ্ছে গরু। অভিযানে নামল পৌরসভা কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকেই পৌর প্রশাসক তথা মহকুমাশাসক সুরেশচন্দ্র রানোর নেতৃত্বে বালুচর সহ একাধিক এলাকায় শহরের রাজপথে ঘুরে বেড়ানো গবাদিপশু গুলি আটক করা হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌর প্রশাসক জানান গবাদিপশু পুষতে হলে রীতিমতো পৌরসভা থেকে অনুমতি পত্র নিতে হবে।

Leave a Reply