নদীয়ার শান্তিপুরে প্রমাণ সাইজের বিষাক্ত চন্দ্রবোড়া সাপ উদ্ধার 

Social

মলয় দে, নদীয়া:- ক্রমাগত বর্ষায়, বাসস্থান ডুবে যাচ্ছে জলে, স্বভাবতই সাপ বা অন্য কোন কীটপতঙ্গ , নিরাপদ আশ্রয়ের জন্য বেছে নিচ্ছে গৃহস্ত বাড়ি ‌। আর সেই কারণেই প্রায় প্রতিদিনই, কালাচ ,চন্দ্রবোড়া, গোখরোর মতো ভয়ংকর বিষধর সাপের উপদ্রব বাড়ছে জনবসতিপূর্ণ এলাকায়। গতকাল রাত্রি এগারোটা নাগাদ নদীয়া শান্তিপুর শহরের শান্তিপুর রামনগর চর তিলি পাড়া এলাকার বাসিন্দা দিলিপ প্রামানিক এর বাড়ির শোওয়ার খাটের নিচ থেকে উদ্ধার হয়, প্রমান সাইজের একটি চন্দ্রবোড়া সাপ ! ঘরের মধ্যে সাপ দেখতে পেয়ে, বনদপ্তর কে ফোন করে একাধিকবার, কোনরূপ সদুত্তর না মেলায়, স্থানীয় বন্য পশু প্রাণী উদ্ধারকারী অনুপম সরকারের সহযোগিতায় দুশ্চিন্তা মুক্ত হয় ওই পরিবার। অনুপম সরকার জানান, সাপটির স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে, বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হবে।

Leave a Reply