মলয় দে নদীয়া: ২১শে জুন আন্তর্জাতিক সংগীত দিবস! আন্তর্জাতিকভাবে এই দিনটি পালনের শুরু হয় ফ্রান্সে। সেখানকার একটি ঐতিহ্যবাহী সংগীত ও উৎসবের নাম “ফেট ডে লা মিউজিক” এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশ্বের নানা দেশ থেকে প্রতিনিধিত্ব করতে আসতেন শিল্পীরা। পরবর্তীতে ফ্রান্সের সাংস্কৃতিক মন্ত্রী ১৯৮২ সালে বিশেষ এই সঙ্গীত উৎসবে দিনটি ওয়ার্ল্ড মিউজিক ডে হিসেবে সমৃদ্ধ লাভ করে। গান হতে হবে মুক্ত সংসারহীন এই স্লোগানকে সামনে রেখেই বিশ্বের ১১০ টি দেশ যোগ দেয় আন্দোলনে। সাংস্কৃতিক হোক বা সংগীত, বা কোন যন্ত্র বাদ্য ! ভারতীয় ঘরানা নজর করে সারা বিশ্বের। ঠুমরি ,গজল, খেয়াল, রাগাশ্রিত গানে বহির্বিশ্ব সমাদর করে ভারতীয় শিল্পীদের। বাংলার বাউল, লোকগীতি, ভাটিয়ালি, ঝুমুর, কীর্তন আজো সারা বিশ্বে সমাদৃত।
তবে লকডাউনে কর্মহীন এই পেশার সাথে যুক্ত হাজার হাজার শিল্পী, বাদক। তাঁদের আক্ষেপ সরকারি বা বেসরকারিভাবে কোনো সহযোগিতায় পৌঁছায়নি তাদের কাছে! বিভিন্ন ক্যাটাগরিতে ভ্যাক্সিনেশন শুরু হলেও , সমাজের সব অংশের সকলের মনোরঞ্জনকরা এই শিল্পীরা ব্রাত্য ভ্যাকসিন প্রাপ্তিতে। অনেকেই অভাবের তাড়নায় ট্রেনে বাসে অসাধারণ গান গেয়ে মুগ্ধ করেছেন আপনাদের, আপনারাই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল করে জীবন গড়ে দিয়েছেন তাদের!
নিউজ সোশ্যাল বার্তার পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। সকলকে অনুরোধ করি তাদের পাশে থাকার জন্য।