বাংলার মৃৎশিল্পের সফলতা ! কৃষ্ণনগরের ঘূর্ণির তৈরি বঙ্গবন্ধুর মূর্তি বসবে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার এর কলকাতা অফিসে

Social

মলয় দে, নদীয়া : নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পী সুবীর পালের তৈরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি বসবে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার এর অফিস কলকাতায় । মৃৎশিল্পী সুবীর পাল এর আগেও একাধিক মূর্তি তৈরি করে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। এছাড়া বিভিন্ন সম্মানে সম্মানিত হয়েছেন। মাস তিনেক আগে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কলকাতার অফিস থেকে সুবীর পালের কাছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি তৈরির অর্ডার আসে।সেইমত তিনি কাজ শুরু করেন। তিন মাস পর মাটির মূর্তি শেষ হওয়ার পর সেই মূর্তিটিকে দেখতে আসেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কলকাতার প্রতিনিধিরা।

মৃৎশিল্পী সুবীর পাল জানান, বাংলাদেশ হাইকমিশনের কলকাতা অফিসের লোকজনের সঙ্গে প্রাথমিকভাবে কথা হয়েছে। তারা মূর্তিটি দেখে সম্মতি দিলে এই মূর্তিটি ব্রোঞ্জ ধাতুর তৈরি হবে।তারপরে কলকাতায় পাঠানো হবে এই মূর্তিটি।’ সুবীর পাল আরও জানিয়েছেন,’ মূর্তিটি তৈরি করতেই আমার চার মাস সময় লাগার কথা। ইতিমধ্যেই মাটির আবক্ষ মূর্তি তৈরি হয়ে গিয়েছে।বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সম্মতি এলে মাটির মূর্তি টি ব্রোঞ্জের মূর্তিতে রূপান্তরিত করা হবে। সম্ভবত মূর্তিটি আগামী ১৫ আগস্ট উদ্বোধন হবে। অবশ্যই কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের কাছে এটা একটা গর্বের বিষয়।

( খবরে লেখা হয়েছিল মূর্তিটি যাবে বাংলাদেশ কিন্তু এটি কলকাতার ডেপুটি হাইকমিশনার অফিসে থাকবে। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।)

 

Leave a Reply