পালপাড়া কলেজে রিমোট সেন্সিং ও জি.আই.এস বিষয়ক কর্মশালা

Social

নিজস্ব প্রতিনিধি,পটাশপুর: রিমোট সেন্সিং ও জি.আই.এস বিষয়ক এক সপ্তাহব্যাপী কর্মশালা শুরু হলো পালপাড়া কলেজে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগ, আই কিউ.এ.সি ও জিও সলিউশন এর সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। বুধবার কলেজের সেমিনার হলে পরমহংস যোগানন্দের প্রতিকৃতিতে মাল্য দানের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন হয়। উদ্ধোধন করেন কলেজের অধ্যক্ষ ডঃ প্রদীপ্ত কুমার মিশ্র। এছাড়াও প্রধান অতিথির আসন অলংকৃত করেন দর্শন বিভাগীয় প্রধান ড: মৃণাল কান্তি দে, এবং অর্থনীতি বিভাগের প্রধান ড: তুষারকান্তি মন্ডল। কর্মশালার প্রশিক্ষক ছিলেন জি.আই. এস. বিশারদ অয়ন ঘোষ ও পৌলোমী কর্মকার। ভূগোল বিভাগের শিক্ষক, শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টায় সমগ্র কর্মশালার দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে পালন করেন বিভাগীয় প্রধান ড: প্রজ্ঞা ভট্টাচার্য। আয়োজক কলেজের ছাত্র-ছাত্রী সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

Leave a Reply