নিজস্ব সংবাদদাতা, নদীয়া: দীর্ঘ সময় ধরে সারা দেশ তথা পৃথিবী জুড়ে করোনার দাপটে মানুষ দিশেহারা। মানুষ গৃহবন্দি থাকতে বাধ্য হয়েছেন, এখনো হয়ে আছেন। এমনকি পড়াশোনা, খেলা, নাচ, গান, শরীর চর্চাও তার বাইরে নয়। এমনই এক অভিনব উদ্যোগ ভারতীয় ডাক বিভাগের অন্যান্য অফিস এর সাথে নদিয়া উত্তর মণ্ডলেরও।
আগামী ২১শে জুন ডাক বিভাগ পালন করতে চলেছে সপ্তম ‘আন্তর্জাতিক যোগা দিবস’ সারা দেশ জুড়ে । সেই অনুষ্ঠান এবার পালিত হবে একটু অন্য রকম ভাবে, আর সেটাও এই মহামারীর জন্যেই । বিভাগের সমস্ত কর্মীদের বলা হয়েছে ওই বিশেষ দিনে প্রত্যেকে বাড়িতে সকালে ঘুম থেকে উঠে যোগা করে তার ভিডিও বা ছবি নিজেরা তুলে জমা করবেন অফিসিয়াল মেইল আইডি তে এবং ওই দিনেই সমগ্র মণ্ডলের কর্মীরা সমস্ত চিঠিতে বিশেষ স্ট্যাম্প এর মাধ্যমে এই বার্তা পৌঁছে দেবেন ।
এ বিষয়ে নদিয়া উত্তর মণ্ডল এর বিভাগীয় প্রধানকে জিজ্ঞেস করা হলে উনি বলেন, “এই মহামারী সময়ে সারা দেশ জুড়ে ভারতীয় ডাক বিভাগ মানুষের পাশে থেকেছেন, প্রয়োজনে বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে টাকা, মানুষের যোগাযোগের মাধ্যম চিঠিও পৌঁছে দিয়েছেন আমাদের পোস্ট ম্যানরা। আমাদের সমগ্র বিভাগের সমস্ত কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ গুলো করে যাচ্ছেন মানুষের প্রয়োজনে, মানুষের পাশে দাঁড়াতে । আর একই সাথে প্রতিবারের মত আমরা এবারেও যোগা দিবস পালন করব, কিন্তু যেহেতু করোনা কালে, তাই একটু অন্য ভাবে। প্রত্যেক কর্মীরা বাড়িতে থেকেই করবেন শরীর চর্চা, আর আমাদের শরীর ঠিক রাখার জন্যে এ সময়ে দাঁড়িয়ে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে মানুষের শরীর ঠিক রাখার জন্যে প্রয়োজন চারটে জিনিস – সঠিক খাদ্যাভ্যাস, শারীরিক বিশ্রাম, পজিটিভ মানসিকতা এবং নিয়মিত শরীর চর্চা। তাইই আমরা বলেছি ‘Be with Yoga, Be at Home’।”