মলয় দে, নদীয়া:- গণপরিবহন ব্যবস্থা বন্ধ থাকার জন্য নদীয়ার শান্তিপুরের যৌনপল্লীর যৌনকর্মীরা রয়েছেন চরম সমস্যার মধ্যে। তাদের সেই সমস্যার কথা মাথায় রেখে যৌনকর্মীদের পাশে এসে দাঁড়াল শান্তিপুর দুর্বার সমিতি।
বৃহস্পতিবার যৌনপল্লীর ২৭৪ জন যৌন কর্মীর হাতে শান্তিপুর দুর্বার সমিতির উদ্যোগে তুলে দেওয়া হল কিছু ত্রাণ সামগ্রী।প্রত্যেককে দেওয়া হল ৫ কেজি করে চাল, দু কেজি করে আলু। শান্তিপুর দুর্বার সমিতির পক্ষ থেকে তুষার রঞ্জন ঘোষ জানিয়েছেন,’ জেলা সমাজ কল্যাণ দপ্তরের সহযোগিতায় শান্তিপুর দুর্বার সমিতির উদ্যোগে রানাঘাটের মহকুমা শাসক ও শান্তিপুর বিডিওর অনুমতি নিয়ে এবং তাদের উপস্থিতিতে আজ বেলা দুটো নাগাদ শান্তিপুর যৌনপল্লীর মোট ২৫২ জন যৌনকর্মীকে এবং ২২ জন তৃতীয় লিঙ্গের মানুষের হাতে আমরা সামান্য কিছু ত্রাণ সামগ্রী তুলে দিলাম। যৌনকর্মীদের সমস্যার সার্বিক সমাধানের জন্য প্রশাসনের পক্ষ থেকে শান্তিপুর বিডিও উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।’
অন্যদিকে যৌনকর্মী এবং তৃতীয় লিঙ্গের পক্ষ থেকে সরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে।