নন্দীগ্রামে দুর্ঘটনা ! মাছ ধরার ট্রলার উল্টে মৃত ১, নিখোঁজ ৩

News

সোশ্যাল বার্তা:  ইয়াস ও বুদ্ধ পূর্ণিমা। এই আতঙ্কের জন্য সরকারি উদ্যোগে প্রচার করা হয়েছিল মাছ ধরা বন্ধ। যারা নদীতে আছেন তাদেরকে বাড়ি ফিরে আসার জন্য সতর্কবার্তা দেওয়া হয় । রুজি রোজগার বন্ধ করে তারাও সেই কথা মতো বাড়িতেই ছিলেন।

তার পরবর্তী কালে ১১ জুন আবার গঙ্গায় বান আসবে সেই কথায় রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছিলেন। নদী পাড়ে এবং মাছ ধরতে কেউ যাবেন না মাইকিং করা হয় প্রশাসনের তরফে। সেই অনুযায়ী তারা মেনেও নিয়েছিলেন। কিন্তু কালের নিয়মে গতকাল কিছু মৎস্যজীবী ট্রলার নিয়ে মাছ ধরতে যায়। কিন্তু ফিরে আসার পথেই ভোররাত্রে ট্রলারটি ডুবে যায় বলে জানা যায়।

হঠাৎই মা করুণাময়ী নামে একটি ট্রলার উল্টো অবস্থায় দেখা যায় কেন্দেমারি জালপাই এর গঙ্গা মেলার ঘাটে।

প্রত্যক্ষদর্শীদের মতে গতকাল রাত প্রায় পৌনে এগারোটার সময়ে হঠাৎই নোঙর করার সময়ই উল্টে যায় ট্রলারটি এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, কাঁথি মহকুমার মশাগাঁ এলাকার প্রদীপ মান্না নামে একজন মাঝির মৃত্যু হয়েছে বলে জানা যায়। এছাড়াও তিনজন নিখোঁজ।

সকালে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলেই নন্দীগ্রাম -১ ব্লকের বিডিও সুমিতা সেনগুপ্ত ও মহকুমাশাসক অফিস থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট কিশোর বিশ্বাস সরেজমিনে পরিদর্শন করেন তিন জন মৎস্যজীবীকে এখন পাওয়া যাচ্ছে না বলে জানা যায় ।

Leave a Reply