নদীয়া থেকে গান গেয়ে জোগাড় করা অর্থ যাচ্ছে ইয়াস দুর্গতদের সহযোগীতায়

Social

দীপ রায়: একদিকে করোনা সংক্রমণের আতঙ্ক অন্যদিকে ইয়াস ঝড়ের প্রভাব পড়েছে রাজ্যে। গত বছরের আমফানের আওঙ্ক সামলে উঠতে না উঠতেই ইয়াস নামক ঝড় প্রায় ধ্বংস করে দিয়েছে দক্ষিনবঙ্গের বেশ কিছু অঞ্চলকে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর খুব বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অনেকেই হারিয়েছেন তাদের ভিঁটেমাটি। শেষ আশ্রয় হয়েছে ত্রন শিবিরে। এই সমস্ত দুর্গত অঞ্চলে সাধারণ মানুষের পাশে গিয়ে দাড়াচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এবার তাদের সহযোগীতায় এগিয়ে এলো নদীয়ার একটি সেবামূলক সংগঠন নবজীবন ।

নদীয়া জেলার কৃষ্ণনগরের ১ নং ব্লকের স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংস্থা নবজীবন। দলের অধিকাংশ সদস্যই কলেজ পড়ুয়া । সোমবার সকালে পাত্র বাজার মোড়ে তাদের দেখা গেল লাইভ কনসার্ট করতে।

সংস্থাটির সদস্যরা জানান “তাদের গান শুনে সাধারণ মানুষ যে অর্থ দিচ্ছেন তাই দিয়েই আগামী ১১ই জুন থেকে পূর্বমেদিনীপুরে তাজপুরে কমিউনিটি কিচেন শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে উল্লেখযোগ্য গত ৩১ তারিখ থেকে দুটি সংস্থার সাথে সুন্দরবনের পাথর প্রতিমায় কমিউনিটি কিচেনের কাজ চালিয়েছে এই সংস্থা। সেখানকার গ্রামের প্রায় ৪০০ জন মানুষের প্রতিদিনের খাদ্যের জোগান দিয়েছে। তারা তাদের এই কাজের মধ্যমেই বুঝিয়ে দিয়েছে ‘মানুষ মানুষেরই জন্যে’।

কলেজ পড়ুয়াদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাজার করতে আসা ব্যক্তিরাও ।

Leave a Reply