রমিত সরকার, নদীয়া :একদিকে করোনা ভাইরাস ও অন্যদিকে আমফান ঝড় বস্ত্র ব্যবসায় এক বিরাট ক্ষতি জানালেন নদীয়া জেলার কৃষ্ণনগরের বেলেডাঙা বাজার সংলগ্ন বস্ত্র বিক্রেতারা ।
প্রতিবছর নববর্ষ থেকে ঈদ এই সময় তাদের ব্যবসা বানিজ্যে লক্ষী প্রাপ্তি ভালোই হয় । খরিদ্দার থাকত দোকান ভর্তি । প্রতিবছরের মত এবছর ও বাজারে ব্যবসায়ীরা অর্থ বিনিয়োগ করে দোকানে জিনিস জমায়েত করেন । কিন্তু এই দুর্যোগের কারনে ব্যবসায়ীদের মাথায় হাত। একদিকে যেমন সংসার চালানোর ক্ষেত্রে দেখা দিয়েছে সমস্যা অপর দিকে মহাজনদের চাপ ।
ঈদ ও জামাইষষ্ঠী সেই ভাবে বিক্রি না হওয়ায় হতাশ বাক্যই শোনা যায় বস্ত্র বিক্রেতাদের কাছ থেকে।
দূর্গাপূজার বাজারেও কতটা সাফল্য মিলবে তা নিয়েই এখন চিন্তার ভাঁজ বিক্রেতাদের কপালে ।