নদীয়ার কল্যাণীতে বঙ্গজননী এগিয়ে এলো রক্তার্পণে

Social

মলয় দে, নদীয়া:- মায়েরা সব সময় সন্তানের পাশে আছে। এই বার্তা নিয়ে কল্যাণী শহর তৃণমূল মহিলা কংগ্রেস ও বঙ্গজননী বাহিনী রক্তদানে এগিয়ে এসেছেন। শুক্রবার সকালে কল্যাণীর শহরে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। উল্লেখ্য, এখানে রক্তদাতা সকলেই মহিলা। তাঁরা কেউ শহর তৃণমূল মহিলা কংগ্রেস, কেউ বা বঙ্গজননী বাহিনীর সদস্য। জানা গেছে, এদিন ৫৫ জন রক্তদাতা এই শিবিরের রক্তদানে অংশ নেন। জানা গেছে, কল্যাণীর জেএনএম হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা এই রক্ত সংগ্রহের কাজ করছেন।

বঙ্গজননী বাহিনীর সভানেত্রী সুচেতা দাস জানান, বর্তমান কোভিড পরিস্থিতিতে যে সমস্ত সন্তানদের রক্তের প্রয়োজন হচ্ছে তাদের দেওয়া হোক এই সংগৃহীত রক্ত। এই ভাবনা নিয়েই আজকের এই কর্মসূচি।
তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী গীতা চৌধুরী বিশ্বাস বলেন, এই রক্তদান শিবির এবার দ্বিতীয় বছরে পদার্পণ করলো। শুধু রক্তদান নয়, বৃক্ষরোপণ থেকে শুরু করে নানা রকম সমাজ সচেতনতামূলক কাজের সঙ্গেই যুক্ত থাকে কল্যাণী শহর তৃণমূল মহিলা কংগ্রেস। দুই নেত্রীই তাঁদের এই মহতী কাজে সহযোগিতা করার জন্য কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখার্জিকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply