কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপনে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি

Social

প্রীতম ভট্টাচার্য : নদীয়া জেলার কৃষ্ণনগর অমিয় মৈত্র ভবনে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল পালিত হল বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী। আলোচিত হলো তার জীবন এবং বর্তমান সময়ে নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা।

উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম নেতৃত্ব কমল কৃষ্ণ ঘোষ, দেবী প্রসাদ চ্যাটার্জী, গোপা সরকার সহ অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ। সময়ের কথা মাথায় রেখে বেশি জমায়েতে নিষেধ করা হয়।

দেবী প্রসাদ চ্যাটার্জীর আলোচনায় উঠে আসে – “যখন দেশের একদল সঙ্কীর্ণ মানসিকতার স্বার্থান্বেষী মানুষ, ঘৃণা ও বিভেদের রাজনৈতিক বাতাবরণ তৈরী করতে চাইছে ঠিক তখনই নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালনের বাস্তবতা। শিক্ষক সমাজ জাতির মেরুদণ্ড, সমাজ গড়ার কারিগর হিসেবে আগামী দিনে জাতি, সম্প্রদায়ের ভেদাভেদ ভুলে মানবতার বাণী যা নজরুল ইসলামের মত আমাদের দেশের বিভিন্ন মনীষীরা বলে গেছেন তা প্রচার করবে। তাই এই লকডাউনের মধ্যেও রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের জন্মদিন পালনকে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি উপেক্ষা করতে পারে না।” শিক্ষক বিমল সাহার গানে ও শিক্ষিকা মিতা রায়ের কবিতায় সংক্ষিপ্ত নজরুল জয়ন্তী সম্পূনতা লাভ করে।

Leave a Reply