নিজেদের মেয়েকেই লক্ষ্মী রূপে পূজো দিলেন নদীয়ার কৃষ্ণগঞ্জ শ্যামনগর গ্রামের বিশ্বাস পরিবার

News

মলয় দে নদীয়া:- উপোস, অঞ্জলি, পুজোর জোগাড়, কোন কিছুতেই কোন কিছুতেই ছিলনা কমতি। শাস্ত্র মতে মন্ত্র পড়েই হয়েছে কোজাগরী লক্ষ্মীর আরাধনা। যদিও নদীয়ার কৃষ্ণগঞ্জ এর শ্যামনগর গ্রামের দেবাশীষ বিশ্বাসের বাড়িতে এবার পূজো হয়েছে জীবন্ত লক্ষ্মীর। দেবাশীষ বিশ্বাস এবং তার স্ত্রী মিতালী বিশ্বাস লক্ষ্মীরুপে পুজো দিয়েছেন নিজের মেয়েকেই। মাত্র দশ বছর বয়সী দেবাশীষ বিশ্বাসের মেয়ে দেবাদৃতা বিশ্বাস লক্ষ্মী রূপে পুজো গ্রহণ করে ভীষণ আনন্দিত।

দেবাশীষ বিশ্বাস এবং তার স্ত্রী মিতালী বিশ্বাস নিজের মেয়ের জন্ম গ্রহণ করার পর থেকেই ধনসম্পত্তি সমাদৃত হয়েছেন। এক বছরের একটি পুত্রসন্তান থাকা সত্ত্বেও দশ বছরের মেয়ে দেবাদৃতার সঙ্গে নিজের পুত্র সন্তান কেও একই মানসিকতায় দেখে থাকেন। তাদের বক্তব্য, কন্যা সন্তানকেও পুত্র সন্তানের মত একই চোখে দেখা উচিত। নিয়মনিষ্ঠা নিজেদের মেয়েকে লক্ষী জ্ঞানে পুজো করে ভীষণ আনন্দিত।

Leave a Reply