নিউজ সোশ্যাল বার্তা, ২৯শে নভেম্বর ২০১৯, মলয় দে, নদীয়া:- গতকাল প্রায় ৮ শতাধিক প্রতিবন্ধকতা যুক্ত মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে নাকাশিপাড়া ব্লকে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করে পশ্চিমবঙ্গ হায় রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী । ১৮ দফা দাবি উত্থাপন করেন সংগঠনের ব্লক সম্পাদক শেখ মীর কাসেম ।
তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল –
১) গৃহহীন প্রতিবন্ধীদের অবিলম্বে গীতাঞ্জলি আবাস যোজনা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে দিয়ে গৃহ বিতরণ করতে হবে।
২) প্রতিবন্ধীদের জব কার্ড প্রদানের মধ্যে দিয়ে ১০০ দিনের কাজে নিযুক্ত করতে হবে ।
৩) শিশু প্রতিবন্ধীদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও বিদ্যালয়ে যাওয়ার জন্য যাতায়াতের বন্দোবস্ত করতে হবে ।
৪) দীর্ঘদিন ধরে বসবাসকারী পাট্টা হীন প্রতিবন্ধীদের জমির পাট্টা দিতে হবে ।
৫) প্রতিবন্ধীদের স্বনির্ভর দল গঠন করে কারিগরি শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষিত করে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ।
৬ ) স্বাস্থ্য সাথী কার্ড বিতরণ করতে হবে ।
৭) দুস্থ প্রতিবন্ধীদের মধ্যে জি আর এর ব্যবস্থা করতে হবে
৮) শিক্ষিত বেকার প্রতিবন্ধী যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ।
৯) ব্লক এলাকায় শিবির করে ডাক্তারি শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করতে হবে ।
১০) যেকোনো সরকারি ক্ষেত্রে অযথা হয়রানি বন্ধ করতে হবে ।
১১) বিভিন্ন স্কিমে লোনের ব্যবস্থা করে স্বনির্ভর করে তুলতে হবে । এছাড়াও আরো বিভিন্ন দাবি রয়েছে এই প্রতিবর্তী প্রতিবন্ধী সংগঠনের ।
এই দাবিগুলির সমর্থনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক বাসুদেব চ্যাটার্জী । তিনি বলেন “২০১৬ সালের কেন্দ্রীয় প্রতিবন্ধী আইন এ রাজ্যে চালু করতে হবে । ২০১৬ সালে কেন্দ্রীয় প্রতিবন্ধী আইনে এই সমস্ত দাবিগুলি লাঘু হয়েছে অথচ আমাদের রাজ্যের প্রতিবন্ধীরা বঞ্চিত” ।
জেলা সভাপতি বিকাশ মল্লিক বলেন “প্রতিবন্ধীদের দাবি মেনে সরকারের উচিত এইসব মানুষের পাশে দাঁড়ানো । সরকার দাবি না মানলে প্রতিবন্ধীরা আগামীতে বৃহত্তর আন্দোলনে সামিল হবে । আগামী ৩রা ডিসেম্বর কলকাতার রানী রাসমণি রোডে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর রাজ্য কমিটির ডাকে বিশ্ব প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধীদের সমাবেশে জেলা থেকে ব্যাপক জমায়েতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।
সাত সদস্যের এক প্রতিনিধি দল সমষ্টি উন্নয়ন আধিকারিক এর সঙ্গে দেখা করতে গেলে উনি দাবিগুলির সাথে সহমত পোষণ করেন এবং মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক চেয়ারে বসে যে যে দাবিগুলো পূরণ করা সম্ভব তা উনি করবেন প্রতিশ্রুতি দেন। শুধু প্রতিশ্রুতি নয় আগামীতে দাবি কার্যকারী না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা ঘোষণা করেন এবং অবস্থান থেকে উপস্থিত সমস্ত প্রতিবন্ধী মানুষ কলকাতার সমাবেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন । সভা পরিচালনা করেন সংগঠনের নাকাশিপাড়া ব্লকের সভাপতি রতন সরকার মহাশয় ।
Facebook : News Social Barta 24×7
WhatsApp : 9434158779