নিউজ সোশ্যাল বার্তা, মলয় দে নদীয়া:-গোঁড়া ব্রাহ্মণ ঘরের জন্মগ্রহণের কারণে পুজো অর্চনায় সচেতন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। ঠিক তেমনি অন্য ধর্মের প্রতিও সমান আস্থাশীল। শান্তিপুর ব্লকের গয়েশপুর অঞ্চলের ইসলামিক জলসা উপস্থিত হয়ে সকলকে অনুপ্রাণিত করে তিনি জানান,”ধর্ম কি? কিভাবে তা রক্ষা করতে হয়, সেটা একটু জন্য ছেলেমেয়েদের বোঝানো দরকার। যাতে তাদের নিজেদের ধর্ম সম্পর্কে কখনো বিতৃষ্ণা না আসে! অন্য কোন রাজনৈতিক উদ্দেশ্যে এই আবেগকে কেউ অপব্যবহার করতে না পারে। ধর্ম মানুষকে বাঁচাতে সাহায্য করে, ধর্ম মানুষের জীবন গড়তে সাহায্য করে। এ ভারত বর্ষ বহু বছর আগে থেকেই বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বিনা দ্বন্দ্বে একসাথে বসবাস করতে অভ্যস্ত ছিল। নিজেদের ধর্ম সম্পর্কে অসচেতন হাওয়ায় রাজনৈতিক সুযোগসন্ধানীরা একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে, তাদের রাজনৈতিক অভিসন্ধি সফল করার উদ্দেশ্যে।
এদিনের ইসলামিক জলসা থেকে বিনোদনের মাধ্যমে সমাজের বিভিন্ন রকম সমস্যা থেকে উদ্ধারের পথ বাৎলে দেন ইমাম ,মৌলবী, মুরুব্বিগণ। এ ধরনের অনুষ্ঠান থেকেই পরিবেশ সম্পর্কে সচেতন হওয়ার বার্তা দেওয়া যায় গল্পের ছলেই। তাতে অতিরঞ্জিত বিনোদন গুলির থেকে বিরত থাকা যায়।”