নদীয়ায় ঝড়ে আহত পেঁচা উদ্ধার 

News

মলয় দে, নদীয়া :-ঝড়ের দাপটে ক্ষতি হয়েছে একাধিক গাছপালা আশ্রয়হীন হয়েছে একাধিক পাখি, আশ্রয়ের খোঁজে কোন কারনে আঘাতপ্রাপ্ত হয়ে গৃহস্থবাড়িতে পড়ে যায় একটি পেঁচা। গৃহস্থ বাড়ির মানবিকতায় ফোন করা হয় বনদপ্তর এ বনদপ্তর এর তৎপরতায় উদ্ধার হল অসুস্থ পেঁচাটি।

শুক্রবার রাত্রি নটা নাগাদ শান্তিপুর ২৪ নম্বর ওয়ার্ডের রামনগর চর এলাকায় খবর পেয়ে ছুটে যায় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা গিয়ে দেখে অসুস্থ পেঁচা টি সযত্নে ওই গৃহস্থ বাড়ির পরিবারের কাছে রয়েছে। বেশ খানিকটা সময় গৃহস্থ বাড়ির কাছে পেঁচাটি থাকায় অনেকটাই মায়া জন্মায় পেঁচা টির উপরে তাকে সুস্থ করে আবার তার ছন্দে ফিরিয়ে দেওয়ার জন্য গৃহস্থ বাড়ির সদস্যরা তুলে দেন বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহার হাতে। স্নেহের সাথে পেঁচা টিকে খাঁচা বন্দি করে উদ্ধার করে অনুপম সাহা।

এ বিষয়ে অনুপম সাহা বলেন ঘূর্ণি ঝড়ের দাপটে গাছপালার যেমন ক্ষয়ক্ষতি হয়েছে তেমনি গাছে থাকা পাখিদের বাসস্থানও ক্ষতি হয়েছে সেই কারণেই বাসা খোঁজার তাগিদে কোন কারণে আঘাতপ্রাপ্ত হয় পেঁচাটি উড়তে না পারায় এই গৃহস্থবাড়িতে পড়ে যায়। আমাকে ফোন করলে আমি পেঁচাটিকে কে উদ্ধার করি এখন প্রাথমিক চিকিৎসা করিয়ে বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হবে। তবে এই প্রজাতির পেঁচা গ্রামীণ এলাকাতেই বেশিরভাগ দেখা যায়।

Leave a Reply