মলয় দে, নদীয়া:- দিল্লিতে কৃষকদের উপর অমানবিক আচরণের প্রতিবাদে দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল স্বেচ্ছাসেবী সংগঠন বুদ্ধিজীবীরা পথে নেমেছেন । কেন্দ্রীয় কৃষি বিল বাতিল, পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন কর্মহীন থাকার পরেও রেল বিমান খনি সহ কেন্দ্রীয় লাভজনক সংস্থা গুলি বেসরকারিকরণ এবং কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে দেশজুড়ে হরতাল পালিত হচ্ছে আগামী ২৭শে সেপ্টেম্বর।
কৃষক সংযুক্ত মোর্চার ঢাকা এই ভারতবর্ষে কে সমর্থন জানিয়ে পথে নেমেছেন বিভিন্ন বাম ও শ্রমিক সংগঠনগুলো। নদীয়ার ফুলিয়ায় বন্ধের সমর্থন জানিয়ে জনমত গড়ে তোলার উদ্দেশ্যে সিপিআইএম দলের পক্ষ থেকে এক পদযাত্রা এবং জাঠা অনুষ্ঠিত হয়।