মলয় দে, নদীয়া -একটি সাদা সর্ষের উপরে ভারতের পতাকা একে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল নদীয়া জেলার শান্তিপুর পৌরসভার অন্তর্গত শ্যামচাঁদ মোড় এলাকার যুবক রোহন সাধুখাঁ। কলেজ ছাত্র রোহন সাধুখাঁ জানান, “আমি ৬ থেকে ৭ বছর আঁকার সাথে যুক্ত, এছাড়াও দীর্ঘ লকডাউনের মধ্যে পড়াশুনো বন্ধ থাকায় বাড়িতে বসেই বিভিন্ন ধরনের কালী মূর্তি দুর্গা প্রতিমা এছাড়াও অন্যান্য প্রতিমা তৈরি করেছি খুবই ক্ষুদ্র আকারে। পাশাপাশি হঠাৎই ইচ্ছে জাগলো আরো ভালো কিছু করার তাই একদিন মায়ের রান্না ঘরে একটি সর্ষে নিয়ে চেষ্টা করলাম কিছু একটা করার! তাই সেই চেষ্টাতেই আজকে একটি সর্ষের উপরে ভারতের ফ্ল্যাগ একে ইন্ডিয়া বুক অফ রেকর্সে নাম তুলতে সক্ষম হয়েছি । এ বিষয়ে পরিবার আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। সেই কর্মের যাবতীয় প্রমাণ রেকর্ডের উদ্দেশ্যে প্রেরণ করি মাস দুয়েক আগে। গত দুদিন আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সার্টিফিকেট আমার ঠিকানায় এসে পৌঁছায়”।
এছাড়াও রোহন জানায় আগামী দিনে সে আর্ট কলেজ এর মাধ্যমে মডেলিং কালচার নিয়ে পড়াশোনা করতে চায়।