সোশ্যাল বার্তা: ২১ শের বিধানসভা নির্বাচনে জয়ের পর থেকে আদাজল খেয়ে ময়দানে নেমে পড়েছে খেজুরি বিধানসভার বিধায়ক শান্তনু প্রামাণিক।
নানান সামাজিক মূলক কাজের মধ্য দিয়ে মানুষের পাশে দেবদূতের মতো দাঁড়িয়েছেন তিনি ।
এদিন বিধায়ক খেজুরি বিধানসভার কামারদা ও বীরবন্দর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ঘুরে মাস্ক ও স্যানিটাইজার বিলি করে জনসংযোগ করলেন খেজুরি বিধানসভার বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক। বিধায়ককে কাছে পেয়ে আপ্লুত খেজুরিবাসী।