মলয় দে, নদীয়া :-ভয়াবহ করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার ইতিমধ্যেই আংশিক লকডাউন ঘোষণা করেছে।রাজ্য জুড়ে আংশিক লকডাউনে বন্ধ হয়েছে রাজ্যের সিনেমাহলগুলি।যার ফলে নদীয়ার রানাঘাটেও বন্ধ সমস্ত সিনেমাহল।সিনেমাহল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন রানাঘাট টকিজের সামনের দোকানদাররা।সিনেমা হল বন্ধ হওয়ায় বেচাকেনা বন্ধ হয়েছে হলের সামনের দোকানগুলির।
সকাল ৭ টা থেকে ১০ টা হোক বা দুপুর ২টো থেকে ৫টা বা ৭টা সময়ে কিছু এসে যায় না তাদের, সিনেমা হল চালু হলে তখনই হবে বেচাকেনা।
গতবছর করোনা কারণে লক ডাউনের জন্য এমনিতেই আর্থিক দিক দিয়ে তাঁরা ক্ষতিগ্রস্ত।তারপর করোনার দ্বিতীয় ঢেউয়ে আবার সিনেমা হল বন্ধ হওয়ায় আর্থিক দিক দিয়ে ঘোরতর বিপদে সিনেমা হলের সামনের দোকানিরা। আশায় রয়েছেন খুলবে সিনেমাহল শুরু হবে জিনিসপত্র বিক্রি ।