মলয় দে,নদীয়া :-খ্যাতনামা যাত্রা শিল্পী পঞ্চানন বন্দ্যোপাধ্যায় এর আজ মৃত্যুদিন।নদীয়া জেলার রানাঘাটের বাসিন্দা পঞ্চানন বন্দ্যোপাধ্যায় রানাঘাটের গর্ব ।তার মৃত্যু ১২ বর্ষে পদার্পন করলো। পরিবারের পক্ষ থেকে এই দিনটি পালন করা হলেও এই নাট্য ও যাত্রা সম্রাটকে অনেকেই মনে রাখেনি । রানাঘাটের অনেক নাট্য সংস্থা কিংবা নদীয়া জেলাতে অনেক নাট্য ও যাত্রা সংস্থা আছে তার জন্ম ও মৃত্যু দিনে শ্রদ্ধা জানানো দূরে থাক মনে রাখে না । তাই এই সব না ভেবে তার পরিবার বিশেষ করে তার পুত্র অমলেশ বন্দোপাধ্যায়ও তাঁর মেয়েরা মৃত্যু দিন ও জন্মদিন স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পঞ্চানন বন্দ্যোপাধ্যায় ১৯৩৩ সালে নাট্যচার্য শিশির কুমার ভাদুড়ির নির্দেশনায় শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় এর বিজয়ার পরেশ এর ভূমিকায় প্রথম অভিনয় করেন তখন তার বয়েস ১৮ ।তারপর থেকে তিনি যাত্রা নাটক, এমনকি ২৫ টা সিনেমায় অভিনয় করেন ।
একদা শিশির কুমার ভাধুরী ,রবীন্দ্র নাথ ঠাকুর ,শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে মহেন্দ্র গুপ্ত ,নজরুল ইসলাম, ছবি বিশ্বাস , তুলসী চক্রবর্তী ,ভানু বন্দ্যোপাধ্যায় ,উৎপল দত্ত ,স্বপন কুমার ,শান্তি গোপাল সহ নানা ব্যক্তির সান্নিধ্যে ছিলেন তিনি।