নদীয়ায় এই প্রথম ! রানাঘাট স্টেশনে যাত্রীদের সুবিধার্থে চালু হচ্ছে এস্কেলেটর

Social

মলয় দে, নদীয়া :- রেল যাত্রীদের আরো ভালো পরিষেবা দিতে নদীয়া জেলার রানাঘাট স্টেশনে এস্কেলেটর বসছে। নৈহাটি জংশনে কাজ শুরু হলেও সেটা উত্তর ২৪ পরগনার মধ্যে। নদীয়ায় এই প্রথম রানাঘাট স্টেশনে চালু হতে চলেছে এই ব্যবস্থা। এতে সিঁড়ি দিয়ে ওঠার পরিশ্রম লাঘব হবে বয়স্ক এবং শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত বেশ কিছু রেলযাত্রীদের। খুব শীঘ্রই এটা চালু হবে বলে সূত্রে জানা গিয়েছে। এখন জোর কদমে চলছে শেষ পর্যায়ের কাজ। উন্নত ও আধুনিকরণ করা হচ্ছে রানাঘাট স্টেশন। পাশাপাশি যাত্রীদের যাতে সিঁড়ি দিয়ে উঠতে কষ্ঠ না হয় তার জন্য এমন পরিষেবা দিতে চলছে রেল কর্তৃপক্ষ।

শিয়ালদহ লালগোলা ডিভিশনে রানাঘাট স্টেশন অত্যান্ত গুরুত্বপূর্ণ স্টেশন। রানাঘাট শান্তিপুর, রানাঘাট গেদে ,রানাঘাট বনগাঁ ,রানাঘাট কৃষ্ণনগর রানাঘাট শিয়ালদাহ ট্রেন চলে প্রত্যেকদিন পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে যাত্রী ও লোকজন আসেন রানাঘাট স্টেশনে তাই গুরুত্বপূর্ণ এই স্টেশনের হাল ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন রেল কর্তৃপক্ষ। তবে এর সাথেই হেঁটে পার হওয়ার সিঁড়িও যথারীতি চালু থাকবে বলে জানা গেছে।

Leave a Reply