নববর্ষের দিনেই মর্মান্তিক পথদুর্ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়

Social

সোশ্যাল বার্তা : নববর্ষের সকালেই মর্মান্তিক পথদুর্ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার জিঁয়াদা গ্রামে ৬ নম্বর জাতীয় সড়কে।জানাগেছে সকাল ১১ টা নাগাদ হাওড়া জেলার বাগনান থেকে খড়গপুরে যাচ্ছিলো একটি প্রাইভেট কার।সেই সময় জিঁয়াদায় উল্টোদিক থেকে আসছিলো একটি মেশিনভ্যান।

এলাকার লোকজন জানান মেশিনভ্যানটি প্রাইভেট কারটিকে ধাক্কামারে।সেইসময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দোকানের ভেতর প্রবেশ করে।আর এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মেশিন ভ্যান চালকের। জানাগেছে মৃত ঐ ব্যক্তির নাম রউসর খাঁন,বাড়ি স্থানীয় শ্রীধরবসান গ্রামে।তবে প্রাইভেট কারের দুজন সহ মোট চারজন জখম হয়।আহতদের প্রথমে পাঁশকুড়ার পিতপুর সুপারস্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।পরে তাদের ৩ জনকে তমলুক জেলা হাসপাতালে ও ১ জনকে কোলকাতার এন আর এস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Leave a Reply