নববর্ষের দিনেই মর্মান্তিক পথদুর্ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায়

সোশ্যাল বার্তা : নববর্ষের সকালেই মর্মান্তিক পথদুর্ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার জিঁয়াদা গ্রামে ৬ নম্বর জাতীয় সড়কে।জানাগেছে সকাল ১১ টা নাগাদ হাওড়া জেলার বাগনান থেকে খড়গপুরে যাচ্ছিলো একটি প্রাইভেট কার।সেই সময় জিঁয়াদায় উল্টোদিক থেকে আসছিলো একটি মেশিনভ্যান। এলাকার লোকজন জানান মেশিনভ্যানটি প্রাইভেট কারটিকে ধাক্কামারে।সেইসময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দোকানের ভেতর প্রবেশ করে।আর […]

Continue Reading