স্ত্রী’র সামনে আত্মঘাতী হলেন স্বামী , স্ত্রী  করলেন ভিডিও

Social

বালি:  বালি থানার অন্তর্গত ৪১ নম্বর তর্ক সিদ্ধান্ত লেনে গত ৮ এপ্রিল আত্মঘাতী হলেন অমান শাউ (২৫) নামে এক যুবক। ছেলের বাড়ির অভিযোগ যে তার স্ত্রী নেহা শুক্লা ভিডিও করছিলেন আত্নঘাতী হবার এবং তিনি বাঁচালেন না নিজের স্বামী  কে।

স্বামীর পরিবারের অভিযোগ নেহা শুক্লার অবৈধ সম্বন্ধ ছিল উত্তর পাড়ার একটি বিবাহিত যুবকের সঙ্গে। সূত্র থেকে জানা যায় গত ৩১ শে মার্চ সে স্বামীকে মিথ্যা কথা বলে দিল্লি যায় । তারপরে ৫ই এপ্রিল ফেরার পর সে ডিভোর্সের জন্য কথা শুরু করে । বাড়ির লোকের সন্দেহ হবার পর তারা জিজ্ঞাসাবাদ করে কিন্তু সে কিছুই বলে না । তারপরে স্বামী জানতে পারে তার মোবাইল ফোনের মাধ্যমে যে সে উত্তর পাড়ার সেই বিবাহিত যুবকের সাথে দিল্লি ঘুরতে গেছিল।

আত্নঘাতী হওয়ার পর বালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ময়নাতদন্তের পাঠায় দেহটিকে। ছেলের বাড়ির লোক ভেলোর থেকে ফিরে এসে মেয়েটিকে নিজের বাড়িতেই রাখে তারপরে তার মোবাইল ফোনে পাওয়া যায় সেই ভিডিও এবং ঝগড়া করার ভিডিও। সঙ্গে সঙ্গে বালি থানায় পৌঁছে যান ছেলের বাড়ির লোক পুরো বিষয়টি তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন বালি থানাতে এবং সেই মহিলাটি কে আটক করেছে বালি থানার পুলিশ এবং তল্লাশি চালাচ্ছে উত্তরপাড়ার বীরেন্দ্র নামে সেই বিবাহিত যুবকের।

Leave a Reply