নিউজ সোশ্যাল বার্তা : বৃহত্তর গ্র্যাজুয়েট টিচারস এসোসিয়েশান এর গ্র্যাজুয়েট ক্যাটেগরি টিচারগণ আজ ২১ ই নভেম্বর হুগলি জেলায় বিজিটিএ’র পক্ষ থেকে টিজিটি স্কেল , ক্যারিয়ার এডভান্সমেন্ট স্কিম চালু ও ওয়েব বেসড স্টাফ প্যাটার্ন বাতিলের দাবীতে বিক্ষোভ কর্মসুচী ও ডি আই ডেপুটেশনের ডাক দেওয়া হয়।
হুগলি বিজিটিএ জেলা কমিটির তরফে দাবী করা হয়েছে যে এই সমাবেশে হুগলি জেলার বিভিন্ন এলাকা থেকে গ্র্যাজুয়েট টিচারগন এই সমাবেশে যোগ দিয়েছেন। সমাবেশ শেষে মিছিল করে জেলা কমিটির পক্ষে জেলা সভাপতি চম্পা মন্ডল,সম্পাদক চিন্ময় ঘোষ, সহ-সম্পাদক অজয় দেবনাথের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাগণ মাননীয় জেলা পরিদর্শক শ্রী লক্ষী ধর দাস এর কাছে তাদের দাবির সমর্থনে স্মারকলিপি জমা করেন ।
হুগলি জেলা বিজিটিএ’র সম্পাদক চিন্ময় ঘোষ বলেন – “টিজিটি আমাদের অধিকার। আর মহামান্য হাইকোর্ট ও আমাদের এই অধিকার কে মর্যাদা দিয়ে রীট অফ ম্যান্ডামাস জারী করেছেন। কিন্তু সরকার যে পে কমিশন ঘোষণা করেছেন তাতে গ্র্যাজুয়েট টিচারদের দাবি মানা হয়নি । নতুন পে কমিশনে পিজিটি ও টিজিটি টিচারদের মুল বেতনের পার্থক্য ৩২০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯২০০ টাকা । আমরা মুখ্যমন্ত্রী’র হস্তক্ষেপ দাবী করে করছি যদি মাননীয়া মুখ্যমন্ত্রী কোন ইতিবাচক পদক্ষেপ না নেন তাহলে আমরা বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হব” ।
Our Facebook Page: https://www.facebook.com/News-Social-Barta-24X7-110434333650363/
WhatsApp :9434158779