শান্তিপুর নিউ দেশবন্ধু ক্লাবের বসন্ত উৎসবেল চলচ্চিত্র অভিনেত্রী দেবলীনা দত্ত

Social

মলয় দে, নদীয়া:- শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব নদীয়ার শান্তিপুর ওরিয়েন্টাল স্কুলের মাঠে। সোমবার বসন্ত উৎসবের দ্বিতীয় দিন উদযাপন করলো শান্তিপুর নিউ দেশবন্ধু ক্লাবের উদ্যোক্তারা। এই বসন্ত উৎসবের দ্বিতীয় দিনে অংশগ্রহণ করলেন চলচ্চিত্র অভিনেত্রী দেবলীনা দত্ত, তিনি বিভিন্ন ছন্দের মধ্য দিয়ে বেশ খানিকটা সময় কাটালেন এই বসন্ত উৎসবে। স্বভাবতই তাকে এক নজর দেখার জন্য নিমেষের মধ্যে প্রচুর মানুষের ভিড় হয়। উৎসাহিত মানুষের সাথে রঙিন আবিরের ছোঁয়ায় সময় কাটালেন অভিনেত্রী দেবলীনা দত্ত তবে করোনা সতর্কতায় একাধিক বার্তাও দেন তিনি। উদ্যোক্তারা জানান প্রত্যেক বছরই শান্তিনিকেতনের আদলে নিউ দেশবন্ধু ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হয়। কিন্তু এ বছর এই বসন্ত উৎসবে অভিনেত্রী দেবলীনা দত্ত অংশগ্রহণ করাতে উচ্ছ্বাসের ঢেউ বয়ে গেছে বসন্ত উৎসবে শামিল হওয়া সাধারণ মানুষের মধ্যে। সব মিলিয়ে জমজমাট হয়ে ওঠে আজকের এই দ্বিতীয় দিনের বসন্ত উৎসব। উদ্যোক্তাদের কাছ থেকে জানা যায়, প্রতিবছর থানার মাঠে আয়োজিত হয় এই দোল উৎসব, এবছর নির্বাচন কমিশনের বিধিনিষেধের ফলে স্থানীয় ওরিয়েন্টাল স্কুলের মাঠে আয়োজিত হয়েছে এবছর।

উদ্যোক্তাদের পক্ষ থেকে করোনা সচেতনতার বিভিন্ন নিয়ম মেনে চলার বার্তা দিলেও অনেকেই দেখা গেল বিনা মাস্কে ঘুরে বেড়াতে।

Leave a Reply