তমলুক : এগরার সভার পর তমলুকের আস্তাড়াতে হেলিপ্যাড এ নামেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর তিনি কনভয়ে রওনা দেবেন মেছেদা র উদ্দেশ্যে। মেছেদা তে একটি গেস্ট হাউসে তমলুক সাংগঠনিক জেলার সকল কার্যকর্তাদের নিয়ে নির্বাচন প্রস্তুতি বৈঠক করেন তিনি। এই রুদ্ধদ্বার বৈঠকে তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক সহ জেলার সমস্ত পদাধিকারীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক জানান, আমরা কি কাজ করেছি কি কাজ করা উচিৎ সেই বিষয়ে জানান, ভোটারা নিজেদের ভোট যাতে নিজেরাই দিতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে বলেন অমিত শাহজী।
