নদীয়ার নাকাশিপাড়া বিলকুমারী গ্রাম পরপর বেশকিছু বাড়ি আগুনে ভস্মীভূত

Social

মলয় দে, নদীয়া :-নদীয়ার নাকাশিপাড়া থানার “বিলকুমারী” গ্রামে অগ্নিকান্ডে ভস্মীভূত একাধিক বাড়ি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এলাকাবাসী সূত্রের খবর, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। পরপর ১১টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। পরে দমকলবাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই অগ্নিকাণ্ডের জেরে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান এলাকাবাসীর। গুরুত্বপূর্ণ নথিপত্র সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

Leave a Reply