একের পর এক নাবালিকা উদ্ধার! উদ্বিগ্ন প্রশাসন থেকে চাইল্ড লাইন, উদ্ধার একই পরিবারের দুই নাবালিকা এবং এক নাবালক

Social

মলয় দে, নদীয়া :-নদিয়া চাইল্ড লাইন শ্রীমা মহিলা সমিতি ও শান্তিপুর থানার যৌথ উদ্যোগে উদ্ধার হলো একই পরিবার থেকে এক নাবালক ও দুই নাবালিকা। নদিয়া চাইল্ড লাইনের পক্ষ থেকে জানানো হয় গত বেশ কয়েকদিন আগে শান্তিপুর থানা এলাকার ১৭ নম্বর ওয়ার্ডের একই পরিবারের এক নাবালক ও তার সাবালক দাদা শান্তিপুর থানা এলাকার ১৬ বছর বয়সী এক নাবালিকা ও হাওড়ার ১৫ বছর বয়সী এক নাবালিকাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

সোমবার গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থানায় এসে কথা বলে নদিয়া চাইল্ড লাইনের কর্মীরা। এরপর নদিয়া চাইল্ড লাইনের কর্মী ও শান্তিপুর থানার পুলিশ শান্তিপুর থানা এলাকার ১৭ নম্বর ওয়ার্ডে গিয়ে ওই পরিবারের সাথে কথা বলে ও তল্লাশি চালায় এবং উদ্ধার করে ওই দুই নাবালিকা সহ এক নাবালককে। নদিয়া চাইল্ড লাইনের কর্মীরা এও জানান শান্তিপুর থানার সহযোগিতায় এক নাবালক ও দুই নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়েছে এক নাবালককে লিখিত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে আর দুই নাবালিকাকে থানা থেকে জিডি করিয়ে শান্তিপুর থানার পুলিশ চাইল্ড লাইনকে হস্তান্তর করে দেয়। চাইল্ড লাইনের টিম মেম্বার সলেমান শেখ বলেন আপাতত চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মৌখিক নির্দেশে কৃষ্ণনগর নগেন্দ্র নগর হোমে রাখার ব্যবস্থা করা হবে ওই দুই নাবালিকাকে।

প্রায় প্রতি সপ্তাহে এ ধরনের একটি করে ঘটনা ঘটার কারণে, উদ্বিগ্ন চাইল্ড লাইন এবং শান্তিপুর থানার প্রশাসন!

Leave a Reply