মলয় দে নদীয়া:- তাঁত শিল্পের করুণ অবস্থার কারণে লকডাউনের প্রথমে বেছে নিয়েছিলেন টোটো চালিয়ে উপার্জনের।নদীয়ার শান্তিপুর পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী সরোজ দাস। দীর্ঘদিন ধরে ছাত্র পরবর্তীতে যুব রাজনীতির সাথে যুক্ত এই মানুষটি ফুটবল প্লেয়ার হিসেবে সকলের চেনা মুখ। সকাল দশটার আগে এবং বিকাল ৪ টের পরে এভাবেই অভাবের সংসার ঠেকানোর পাশাপাশি তিনি প্রচারের কাজ সামলাচ্ছেন। তবে সময় বাঁচানোর জন্য নিজের টোটোতেই কর্মী-সমর্থকদের তুলে নিয়ে পৌঁছাচ্ছেন ওয়ার্ডের বিভিন্ন পাড়ায়।
আজ শান্তিপুর দেশবন্ধু কলোনির নিজের বাড়ি থেকে প্রচারে বেরোনোর সময় পাড়ার আবাল-বৃদ্ধ-বনিতা অনেকেই সময় দিয়েছেন তার সাথে, কার্যত একটি উৎসবে পরিণত হয়েছে। আর সেই সময়ে আমাদের ক্যামেরায় ধরা পরোলো রাজনৈতিক সৌজন্যতার চরম নিদর্শন। যেখানে তৃণমূল প্রার্থী প্রভাত বিশ্বাস এবং বিজেপি প্রার্থী প্রসেনজিৎ দেউড়ি একসাথে একান্ত আলাপচারিতা অবস্থায়।
এই বিষয়ে তৃণমূল প্রার্থী প্রভাত বিশ্বাস জানান, পাড়ার বাড়িগুলোর সভাপতি হিসেবে তিনি এবং সম্পাদক হিসাবে বর্তমান সিপিআইএম প্রার্থী সরোজ দাস, কোষাধক্ষ্য হিসেবে বর্তমান বিজেপি প্রার্থী প্রসেনজিৎ দেউড়ির সম্পর্কটা রাজনৈতিক আঙিনা থেকে অনেক আলোকবর্ষ দূরে। তাই নিজেদের মধ্যে ব্যক্তি লড়াইয়ে তারা বিশ্বাসী নন একযোগে স্বীকার করলেন তিনজনেই।
অতীতে এই ৫ নম্বর ওয়ার্ডে নানা অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে যারা রাজনৈতিক উত্তপ্ত পরিবেশ হওয়ার সম্ভাবনা দেখছিলেন, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। জানালেন এই নিদর্শন যেন শান্তিপুর শহরের ২৪ ওয়ার্ডেই দেখা যায় তারই কামনা করছেন তারা।