ঘোষণাই সার! দীঘা পর্যটন কেন্দ্রে ব্যাপকহারে চলছে প্লাস্টিক, থার্মোকল ব্যবহার

Social

মদন মাইতি, পূর্ব মেদিনীপুর: ২বছর আগে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্যদ দীঘা পর্যটন কেন্দ্রে একটি বিজ্ঞপ্তি জারি করে এলাকার ব্যবসায়ী জনসাধারণ ও পর্যটকদের উদ্দেশ্যে কোনো প্রকার প্লাস্টিক তথা ক্যারি ব্যাগ, গ্লাস, কাপ, ও থার্মোকল ব্যবহার করা সম্পূর্ণ রূপে নিশিদ্ধ (1 August 2019) । কেউ অমান্য করলে আইনত অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং ৫০০ টাকা জরিমানা করা হবে। এই মর্মে কাজের জন্য বেশ কয়েকজন অস্থায়ী বেতন ভুক্ত কর্মী নিয়োগ করা হয় দীর্ঘ দিন ধরপাকড় চলে প্রচুর জরিমানা আদায় করা হয় পর্যটকদের কাছ থেকে। দীঘা পর্যটন কেন্দ্রে বর্তমান পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে প্লাস্টিক থার্মোকল চেকিং এর কোনো কর্মীদের দেখা মেলাতো দুর প্রতিটি বাজার থেকে সমুদ্র সৈকত পিকনিক স্পট সর্বত্রই ব্যপক হারে ব্যবহার চলছে।

দোকানদার সহ স্থানীয় মানুষের কাছে জানা যায় পর্যদের পক্ষ থেকে কিছু দিন ধরপাকড় চলছিল এখন আর হয়না তাই আবার প্লাস্টিকের রমরমা বেড়েছে বাইরে থেকে যারা বেড়াতে এসে বাজারে আসে তাদেরকে তো খালি হাতে বাজার দেওয়া যায় না তাছাড়া কিছু দিন প্লাস্টিক ব্যাগ পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার হচ্ছিল তবে দাম বেশি ও ঠিক মতো যোগান না থাকায় প্লাস্টিক ব্যাগ ই কিনতে হচ্ছে।

অপরদিকে সমুদ্র সৈকত কিংবা পিকনিক স্পটে নজরদারি না থাকার দরুন পর্যটকরা ও থার্মোকলের প্লেট ,বাটি, প্লাস্টিক গ্লাস ব্যবহার করছেন। যা পরিবেশের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। পরিবেশ রক্ষার জন্য যে নির্দেশাবলী জারি হয়েছিল তা এখন পুরোটাই মুখ থুবড়ে পড়েছে বলে অভিজ্ঞ মহলের ধারণা।

এভাবে যদি চলতে থাকে দূষণের মাত্রা বৃদ্ধি পাবে বিগত দিনে স্বাস্থ্যনগরী দীঘা অস্বাস্থ্য নগরীতে পরিণত হবে। এই প্রসঙ্গে দীঘা উন্নয়ন পর্যদের আধিকারিক মানস কুমার মন্ডল জানান প্রায় দুবছর ধরে সচেতনতা মূলক প্রচার চালানো হলো তার স্বত্ত্বেও মানুষ যদি নিজেরা সচেতন না হন কিছু বলার নেই, তবে দীর্ঘদিন লকডাউন চলায় বাজার হাট কিছুটা বন্ধ ছিল পর্যটকদের আনাগোনা কম থাকায় প্রচার হয়নি আবার ও প্লাস্টিক বন্ধের অভিযান শুরু করা হবে । আধিকারিক জানান স্বাস্থ্য নগরী কে কোনো ভাবে ই দূষিত করা যাবে না। সৈকত থেকে পিকনিক স্পট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply