রমিত সরকার,নদীয়া:নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের স্টেশন সন্নিকটস্থ এলাকার অন্যতম একটি জগধাত্রী পূজার বারোয়ারি বেলেডাঙ্গা বারোয়ারি। মঙ্গলবার রাতে সেই বারোয়ারির প্রণামী বাক্স ভেঙ্গে টাকা-পয়সা চুরি হয়ে গেছে।
বুধবার সকালে বারোয়ারি কমিটির লোক সেখানে গেলে দেখতে পান প্রণামী বাক্স ভেঙ্গে সমস্ত টাকা-পয়সা চুরি হয়েছে । এরপরেই বেলেডাঙ্গা বারোয়ারি ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কৃষ্ণনগরে কোতোয়ালী থানায় পুলিশ প্রশাসনের কাছে একটি চিঠি প্রেরণ করেন।
বারোয়ারীর সদস্যরা জানান শহর জুড়ে নিরাপত্তা আঁটোসাঁটো থাকলেও এই এলাকায় নৈশপ্রহরী বা পুলিশ পেট্রোলিং এর স্থায়ী ব্যবস্থা নেই। এলাকার পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেই বিষয়ে কৃষ্ণনগর জেলা পুলিশ প্রশাসনের কাছে তারা আবেদন রেখেছেন ।