ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ আটক করলো মোষ ও গরু

Social

দেবু সিংহ, মালদাঃ-মালদা জেলার  হবিবপুর থানার অন্তর্গত বি এস এফের ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের হাতে ধরা পড়লো ছয়টি মোষ সহ একটি গরু।

১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের কেদারিপাড়া ক্যাম্পের বি এস এফের সুত্রে জানা গিয়েছে শনিবার ভোরবেলা গোপন সুত্রে খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় পাঁচটা নাগাদ জওয়ানরা ডিউটি করার সময় গরু ও মোষ নিয়ে পার করার চেষ্টা করে দূষ্কৃতিরা আরাগাছি ও ডাল্লা বিওপি মধ্যে বত্তি এলাকায় সে সময় বি এস এফের জওয়ানদের নজরে আসে গরু ও মোষ নিয়ে যেতে। বি এস এফ এর জওয়ানরা ধাওয়া করলে গরু ও মোষ ছেড়ে পাচারকারীরা পালিয়ে যায়। বি এস এফের তরফে জানানো হয় ঘন কুয়াশা থাকায় দূষ্কতিরা পালিয়ে যায়। কর্তব্যরত   বি এস এফ জওয়ানরা একটি গরু ও ছয়টি মোষ আটক করে।

কারা জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্ত করছে ১৫৯ নম্বর ব্যাটেলিয়ন।

Leave a Reply