সোশ্যাল বার্তা: নদীয়া জেলার ধুবুলিয়া স্মাইল ফাউন্ডেশন,কৃষ্ণনগর শাখার উদ্যোগে ১৪ই ফেব্রুয়ারি কৃষ্ণনগর কালিনগরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ভালোবাসার দিনে পুলওয়ামা হত্যাকাণ্ডে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই রক্তদান শিবির খুবই তাৎপর্য বহন করে। রক্তদাতাদের মধ্যে বেশ কিছুজন মহিলা রক্তদাতা ছিলেন। পাশাপাশি এমন কিছুজন রক্তদাতা ছিলেন যারা এই প্রথম রক্ত দান করলেন। রক্তদাতাদের মধ্যে একজনের আজ জন্মদিন ছিল এবং একজন সিআরপিএফ এর বীর জওয়ান রক্তদান করেন। দেশকে রক্ষার কাজে যাঁরা নিয়োজিত সেই বীর জওয়ানদের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা জানানোর এরকম সুযোগ বোধহয় খুব কম আসে। দেশের জন্য রক্ত দিলেন যাঁরা তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করার মহতী উদ্যোগকে কুর্নিশ জানাতেই হয়। একজন মানুষের থেকে একজন মানুষের যখন এক পৃথিবী দূরত্ব, তখন পরস্পর হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। যাঁরা আছেন বলেই নিশ্চিন্তে আমরা আমাদের পরিবার নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখি প্রতিমুহূর্তে, সেই ভারতীয় সেনাবাহিনীর প্রত্যেক বীরের প্রতি আমাদের প্রণাম রইল।এর পাশাপাশি আজ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে আয়োজক সংস্থার পক্ষ থেকে কোভিড পরিস্থিতিতে তাদের মানবিক কার্যকলাপের জন্য রক্তযোদ্ধা ও কোরোনা যোদ্ধা সম্মানে সম্মানিত করা হয়। আমাদের দেশের একটি মানুষও বিনা রক্তে যেন প্রাণ না হারান-এটা সুনিশ্চিত করার সময় এসেছে। রক্ত দিতে ভয় পেলে হবে না, একজন সুস্থ স্বাভাবিক মানুষের স্বেচ্ছায় রক্তদানই পারে রক্তের অভাব পূরণ করতে।