নিউজ সোশ্যাল বার্তা: গত ৩-৫ই নভেম্বর কলকাতার শহীদ মিনারে টিজিটি স্কেল, ক্যারিয়ার এডভান্সমেন্ট স্কিম সহ একাধিক দাবিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ট্রেন্ড গ্রাজুয়েট টিচারগন ধর্না মঞ্চে ও সমাবেশে হাজির হয়েছিলেন । অন্যদিকে কলকাতা হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে টিজিটি স্কেল নিয়ে আদালত অবমাননার মামলার শুনানি হয় চলতি সপ্তাহে ই। ফলে দুই দিক দিয়ে তাদের ন্যায্য দাবীর স্বপক্ষে আন্দোলন শুরু করেছে গ্রাজুয়েট টিচারদের সংগঠন ‘বৃহত্তর গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন’ বা বিজিটিএ ।
কলকাতার সভার পর থেকেই জেলায় জেলায় চলছে জেলা পর্যায়ের বৈঠক ও রাজ্যের প্রত্যেক ব্লকের বিদ্যালয়গুলিতে শুরু হয়েছে সংশ্লিষ্ট ব্লক কমিটির প্রচার ও সদস্য সংগ্রহের কাজ । গত ১৫ই নভেম্বর ঝাড়গ্রাম জেলার বিজিটিএ’ র জেলা সম্পাদক মাননীয় মনোজ মাহাতো’র নেতৃত্বে জামবনি ও বিনপুর ব্লকে চলমান প্রচার কর্মসূচী ও সদস্য সংগ্রহ অভিযানে সামিল হয়েছেন ঝাড়গ্রাম জেলা নেতৃবৃন্দ । এ প্রসঙ্গে মনোজ মাহাতো বলেন “খুব শীঘ্রই আমরা এই কর্মসূচি জোরদার করবো এবং ঝাড়গ্রাম জেলায় বিজিটিএ’র সদস্য সংখ্যা ১০ গুণ বৃদ্ধি করব” । গতকাল ১৬ই নভেম্বর বারাসাতের নবপল্লী বয়েজ হাইস্কুলে ও পশ্চিম নপাড়া হাইস্কুল সহ বিভিন্ন বিদ্যালয়ে ট্রেন্ড গ্রাজুয়েট টিচারদের একত্রিত করতে সদস্য সংগ্রহের শামিল হয়েছেন উত্তর ২৪ পরগনা নেতৃবৃন্দ ।
গতকাল পূর্ব মেদিনীপুর জেলা কমিটির একটি মিটিং এ যোগ দেন কয়েক’ শ গ্র্যাজুয়েট টিচার। সেখানে উপস্থিত বিভিন্ন ব্লক কমিটির পদাধিকারীগন ব্লকের প্রতিটি স্কুল ভিজিট করে টিজিটি আন্দোলনের আরো প্রসার ঘটানোর সিদ্ধান্ত নেন। ব্লকে কমিটি গঠন ও বিদ্যালয় বিদ্যালয়ে সদস্য সংগ্রহ প্রসঙ্গে সংগঠনের রাজ্য সম্পাদক মাননীয় শ্রী সৌরেন ভট্টাচার্য্য বলেন ” সরকার বিজিটিএ কে অবহেলা করলে ভুল করবেন, আমাদের সংগঠন রাজ্যের প্রতিটি ব্লক স্তর অবধি বিস্তৃত। মুখ্যমন্ত্রী কোন সদর্থক ভুমিকা না নিলে বিজিটিএ আগামী ডিসেম্বরের প্রথমেই নতুন আন্দোলন-কর্মসুচী ঘোষণা করবে। ব্লক স্তরে মিটিং, স্কুল ভিজিট ও সদস্য সংগ্রহ তারই পূর্বাভাস! আমি আশাবাদী আগামী শুক্রবার মহামান্য হাইকোর্ট আদালত অবমাননা মামলার চুড়ান্ত ফয়সালা শোনাবেন, এবং তা বিজিটিএ’র ই পক্ষে যাবে!”
Join our Facebook Group: News Social Barta 24×7
Whats app: 9434158779