তমলুক পুরষাঘাট রোডে পাটকাঠি বোঝাই লরিতে আগুন চাঞ্চল্য ছড়ালো এলাকায় 

Social

সোশ্যাল বার্তা:  তমলুক পুরষাঘাট রোডে একটি পাটকাঠি বোঝাই লরির আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত রাজারামপুর এলাকার ঘটনা। এলাকাবাসী থেকে জানা যায়, ভোর চারটা লাগাদ আগুন লেগেছে। লরির চালক ও খালাসি জানতে পারায় এলাকাবাসীদের ডাকতে থাকে। এলাকাবাসী প্রথম নেভানোর চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ার দমকল খবর দেয়। ঘটনা স্থলে দুটি দমকল আছে, প্রায় দু ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় চার ঘন্টা এলাকায় বেশ জানজটের সৃষ্টি হয়। প্রাথমিক অনুমান পাটকাঠি বোঝাই লরির অভারলোড থাকার ফলে ইলেকট্রিক তারে আগুন লেগেছে। নন্দকুমার থানার পুলিশ যানচলাচল স্বাভাবিক করে। হতাহতের কোনো খবর নাই।

Leave a Reply