নাজিরপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই রাত ব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতার সূচনা 

Social

দেবু সিংহ, মালদা:- নাজিরপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেগমগঞ্জ স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দুই রাত ব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতার সূচনা  হলো রবিবার। সোমবার রাত্রি পর্যন্ত চলবে প্রতিযোগিতা। মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মণ্ডল ব্যাডমিন্টন খেলে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন মানিকচক থানার আই.সি সঞ্জীব বিশ্বাস সহ অন্যান্য অতিথিবৃন্দ। সভাধিপতি মহাশয় জানান খেলাধুলো মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। তিনি সকল যুবকদের দৈনন্দিন খেলাধুলার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি আরো জানান ব্যাডমিন্টন অত্যন্ত চিত্তাকর্ষক একটি খেলা হলেও জেলার সর্বত্র ব্যাপকভাবে এই খেলার প্রচলন নেই তবে নাজিরপুরবাসী এই খেলার ঐতিহ্যকে ধরে রেখেছে বলে তিনি তাদেরকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply