মলয় দে নদীয়া:- স্বাস্থ্যই সম্পদ ! শরীরচর্চার বিভিন্ন বিষয় নিয়ে আজ থেকে ৫০ বছর আগে নদিয়ায় তৈরি হয়েছিল অ্যামেচার বডিবিল্ডিং অ্যাসোসিয়েশন। জেলার বিভিন্ন এলাকায় প্রতিবছর এই তাদের বাৎসরিক অনুষ্ঠান করে থাকেন। ৬৫ তম দেহসৌষ্ঠব এই প্রতিযোগিতা পরশু অনুষ্ঠানটি হলো নতুন ফুলিয়া মাঠপাড়ায়। উদ্বোধন হিসেবে ওই ক্লাবেরই ২০০ শিশুশিল্পীদের দিয়ে যোগাসন অনুষ্ঠিত হবার পর মূল দেহসৌষ্ঠব প্রতিযোগিতা শুরু হয়।
ক্লাবের সম্পাদক অমিত বসাক জানান প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কে বেছে নেওয়া হলেও প্রথম স্থানাধিকারী কে নদিয়া শ্রী ২০২২ সম্মানে আখ্যায়িত করা হবে। এর ফলে নিয়মিত শরীরচর্চার প্রতি আগ্রহ জন্মাবে এ প্রজন্মের ছেলেমেয়েদের। শরীর সুস্থ রাখার অব্যর্থ এই পন্থা পড়াশোনা হোক বা যে কোন পেশা জীবিকাতে তাদের মনসংযোগ সৃষ্টি করবে ফলে আসবে সফলতা।