মালদার কালিয়াচকে বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে রাস্তা অবরোধ

Social

দেবু সিংহ, ‌‌‌মালদা: মালদা জেলা ট্রেড ইউনিয়নগুলির যৌথ ডাকে বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে রাস্তা অবরোধের ডাক দিল তারা। রবিবার কালিয়াচক-‌৩ ব্লকের ১৬ মাইল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

আন্দোলনকারীরা জানান বিড়ি শ্রমিকরা বিভিন্নভাবে বঞ্চিত। ন্যায্য মজুরি তেমন তাঁদের দেওয়া হচ্ছে না, তেমনই বিভিন্ন সুযোগ সুবিধে থেকেও বিচ্ছিন্ন তাঁরা। কেন্দ্রের সরকার ও রাজ্যের সরকারের অবহেলার স্বীকার বিড়ি শ্রমিকেরা।

এ প্রসঙ্গে বলতে গিয়ে জেলা আইএনটিইউসি সভানেত্রী লক্ষী গুহ বলেন, ‘‌কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের বঞ্চনার শিকার বিড়ি শ্রমিকেরা। দীর্ঘদিন ধরে তাঁদের দাবি দাওয়া মেনে নেওয়া হচ্ছে না। ন্যুনতম ২৬৭ টাকা মজুরি দেওয়া হচ্ছে না। অথচ শ্রমিকদের টাকায় শ্রমিক উৎসব করছে। তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না। শ্রমিকেরা অবহেলাতেই রয়ে গেছেন। শ্রমিকদের টাকাতেই উৎসব করে টাকা নয়ছয় করছে তারা। আমাদের বিড়ি শ্রমিকদের শুধু মজুরিই নয়, তাঁদের বাড়িঘরের ব্যবস্থা করে দিতে হবে। তাঁদের ছেলেমেয়েরা যাতে নিখরচায় পড়াশোনা চালিয়ে যেতে পারে তারও ব্যবস্থা এই সরকারকে করতে হবে।’‌

Leave a Reply